ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই বাজারে লেনদেন ও সূচক কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
দুই বাজারে লেনদেন ও সূচক কমেছে

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন দুই বাজারে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন ও সূচক কমেছে।


 
বুধবার (১৬ মার্চ) ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭০ কোটি টাকার কিছু বেশি। যা গত কার্যদিবসের তুলনায় ৬৫ কোটি টাকা কম।
 
সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি ৭৬ লাখ টাকার কিছু বেশি।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি শেয়ারের।
 
লেনদেন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮০ পয়েন্টে। ডিএসইএস ৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৯৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০২ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।