ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

১৭ কোটি টাকা তোলার অনুমোদন পেল ইভান্স টেক্সটাইলস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
১৭ কোটি টাকা তোলার অনুমোদন পেল ইভান্স টেক্সটাইলস

ছবি: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা তোলার অনুমোদন পেল ইভান্স টেক্সটাইলস।

কোম্পানিটিকে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে এ টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে কমিশন।

সোমবার (০৪ এপ্রিল) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইভান্স টেক্সটাইল আইপিওর মাধ্যমে ১ কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি টাকা তুলবে। প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য হচ্ছে ১০ টাকা। অর্থাৎ কোন প্রিমিয়াম ছাড়াই কোম্পানিটি বাজার থেকে অর্থ উত্তোলন করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমকি ৬২ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ দশমকি ৬২ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।