ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার (০৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ওঠা-নামার মধ্যদিয়ে চলছে লেনদেন।
এর আগে মঙ্গলবার (০৫ এপ্রিল) উভয় শেয়ারবাজারে দরপতন হয়েছে।
বুধবার সকালে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমতে থাকে। সূচকের এ ধারা অব্যাহত ছিলো ১১টা ২৪ মিনিট পর্যন্ত। এরপর আইসিবিসহ বড় ব্রোকারেজ হাউজগুলোর মার্কেট সাপোর্টের ফলে সূচক বাড়তে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক শূন্য দশমকি ৫৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করে।
অপরবাজার সিএসই’র প্রধান সূচক সিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে ৮ হাজার ২২১ পয়েন্ট অবস্থান করছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১৬ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত আছে ৫৮টি।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এমআই/টিআই