ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ এপ্রিল) লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
এর আগের দিন মঙ্গলবার (১৩এপ্রিল) উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
বুধবার সকালে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক উঠানামা করতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে।
অপরবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪২ পয়েন্ট অবস্থান করছে।
সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত আছে ৪৭টি।
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি টাকা। লেনদেন হওয়া ১০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এমআই/এমজেএফ/