ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ১২, ২০১৬
ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

ঢাকা: কয়েকদিন সূচকে কিছুটা উন্নতির পর ফের দরপতনের ধারায় পড়েছে দেশের পুঁজিবাজার। এর ফলে সপ্তাহের শেষ দুই কার্যদিবস দরপতন হয়েছে।

এতে কমেছে লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

 

আগের কার্যদিবসের মতো সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ মে) শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় দরপতন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ঢাকার বাজারে সূচক কমেছে ২০ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে ২৭ পয়েন্ট।
 
বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ দশমকি ৭৯ পয়েন্ট কমে ৪ হাজার ২৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএইএক্স শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩১১ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩২২ কোটি টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ২৭ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৩ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত আছে ৪৩টির।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।