ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

২০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেল ইয়াকিন পলিমার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ২০, ২০১৬
২০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেল ইয়াকিন পলিমার

ঢাকা: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ২০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেল ইয়াকিন পলিমার লিমিটেডের।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৭৩ তম কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে সভায় চার কমিশনার মিলে এ সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বাংলানিউজকে বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন করায়  কমিশন ইয়াকিন পলিমার লিমিটেডকে আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, ইয়াকিন পলিমার লিমিটেড পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানি অবিহিত মূল্য ১০ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

জানা গেছে, ৩০ জুন ২০১৫ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৬১ পয়সা। ২০ কোটি টাকা দিয়ে মেশিনারিজ ক্রয়, কারখানা ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষ‍াঙ্গিক খাতে ব্যয় করবে কোম্পানিটি।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ২০ মে, ২০১৬
এমএফআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।