ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

তিন কোম্পানিকে ১ হাজার কোটি টাকা উত্তোলনের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
তিন কোম্পানিকে ১ হাজার কোটি টাকা উত্তোলনের অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দু’টি ব্যাংক এবং ১টি ভ্রমণ খাতের কোম্পানিকে মোট ১২৪ কোটি টাকার বন্ড ছেড়ে টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৬ জুন) কমিশনের ৫৭৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে ব্যাংক খাতের দু’টি প্রতিষ্ঠান ওয়ান ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডকে ৪শ’ কোটি টাকা করে ৮শ’ কোটি টাকা। আর ভ্রমণ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডকে ২২৪ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

ওয়ান ব্যাংকের বন্ড অনুমোদন:
ওয়ান ব্যাংক লিমিটেডকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড বিক্রি করে পুঁজিবাজার থেকে ৪০০ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব অনুমোদন দিয়েছে বিএসইসি। যার মেয়াদ হবে ৭ বছর। এই বন্ডটির বৈশিষ্ট্য হবে- নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে।

এ ছাড়াও বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান  এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরা এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে মেন্ডেটেড লিড। ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক ও গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স লিমিটেড।

ট্রাস্ট ব্যাংকের বন্ড অনুমোদন:
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটিরও মেয়াদ হবে ৭ বছর।

বন্ডটির বৈশিষ্ট্য হবে- নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে।

এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে মেন্ডেটেড লিড। ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।

এ ছাড়াও একই সভায় ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের ২২৪ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। যার মেয়াদ হবে ৬ বছর। এই কোম্পানিকেও প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বর্তমান শেয়ার হোল্ডারদের বাইরে বন্ড ইস্যু করার প্রস্তাব করা হয়েছে।
 
বিএসইসি সূত্রে জানা গেছে, বন্ডটির বৈশিষ্ট্য হবে- নন কনভার্টেবল, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, সিকিউর্ড সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৬ বছরের মেয়াদসহ ১ বছর লকিং থাকবে।

এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ বিমান কেনার জন্য ডাউনপেমেন্ট, ঋণ পরিশোধ, সিভিল অ্যাভিয়েশনের ফি ও অন্যান্য দেনা পরিশোধের জন্য ব্যয় করবে কোম্পানিটি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরা এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। সুদের হার ১২ দশমিক ৫০ শতাংশ। বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি এবং রেইস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এমএফআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।