ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঈদের আগে শেষ কার্যদিবসে বেড়েছে সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ঈদের আগে শেষ কার্যদিবসে বেড়েছে সূচক

ঢাকা: সূচক উত্থানের মধ্য দিয়ে ঈদের আগে শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ জুন) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এনিয়ে টানা চার কার্যদিবস সূচক বাড়লো।

এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ৭৫ পয়েন্ট। সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনেদেনের পরিমাণ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূলত ঈদের আগে নগদ টাকা উত্তোলনের সুযোগ না থাকায় শেয়ার কেনার প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক ছিলো। যা সূচক বৃদ্ধিতে ভূমিকা রাখে।

তবে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বেশি হওয়ায় মতিঝিলে অবস্থিত ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিলো। এ কারণে লেনদেন কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে ৩২০টি সিকিউরিটিজের ১০ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার ২৭২টি শেয়ারের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ৩৭৭ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৫৮৬ কোটি ২৪ লাখ ৮৬ হাজার ৭৩৪ টাকা।
 
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭.৩১ পয়েন্ট বেড়ে ৪৫০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১০.১৩ পয়েন্ট বেড়ে ১১১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৯.০৩ পয়েন্ট বেড়ে ১৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দাম।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানির মধ্যে উঠে এসেছে ব্যাংকিং খাতের পূবালী ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার, সিটি ব্যাংক, ইবিএল ইত্যাদি
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৭৫.৮৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৩১ লাখ টাকার।

লেনদেন হওয়া ২৪৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির।

বাংলাদেশ সময়:১৬২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।