ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা তিন কার্যদিবস সূচক বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
টানা তিন কার্যদিবস সূচক বাড়লো

ঢাকা: পুঁজিবাজারে সূচক বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতায় বুধবার (০৩ আগস্ট) সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের উভয় বাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এ নিয়ে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে।
 
বুধবার দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৫টি সিকিউরিটিজের ১০ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৭৯টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৪৫২ কোটি ১৩ লাখ ৯৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪০ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার টাকার।
 
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩.৬০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৫.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১১.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৩.৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫.৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৪.১০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৫ লাখ ১৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার টাকার।
 
লেনদেন হওয়া ২৬১ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।