ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে উত্থান, সিএসইতে পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
ডিএসইতে উত্থান, সিএসইতে পতন

ঢাকা: দিনের শুরুতে সূচকের উত্থান, শেষ বেলায় পতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ আগস্ট) দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। লেনদেন শেষে ঢাকার বাজারে সূচক বাড়লেও কমেছে চট্টগ্রামের বাজারে।


 
সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে এ সময়ে সিএসইতে কমেছে লেনদেন ও শেয়ারের দাম। এর আগের কার্যদিবস মঙ্গলবার (০৯ আগস্ট) উভয় বাজারে সূচক সামান্য কমেছিলো।
 
বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। এ সময়ে ডিএসইতে সূচক বাড়ে ৮ পয়েন্ট। এরপর শেয়ার বিক্রির প্রবণতায় সূচকের ওঠানামা শুরু হয়, যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে ঢাকার বাজারে সূচক বেড়েছে ২ পয়েন্ট। তবে চট্টগ্রামের বাজারে কমেছে ৩ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা এখনো আস্থাহীনতায় ভুগছেন। এ কারণে শেয়ারের দাম একটু বাড়লেই বিক্রি করে দিচ্ছেন। ফলে ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি থাকায় সূচক পতন হচ্ছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৫টি কোম্পানির ১২ কোটি ৪৭ লাখ ৩১ হাজার ৯২টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৮১ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৪ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকা।
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১.৫৯ পয়েন্ট বেড়ে ৪৫৬৯.২৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে ১৭৮৩.৯১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪.১০ পয়েন্ট কমে ১১২৩.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩.০১ পয়েন্ট কমে ৮ হাজার ৫৫৮ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি টাকা।

লেনদেন হওয়া ২৫৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১০,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।