ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
পুঁজিবাজারে মূল্য সংশোধন

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়ার পর সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (আগস্ট ১৮) দেশের উভয় বাজারে সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

বাজার সংশ্লিষ্টরা বাজারের এমন আচরণকে মূল্য সংশোধন বলে মনে করেন। তারা বলছেন, উত্থানের পর দরপতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম।

আগের দিনগুলোর মতোই বৃহস্পতিবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন শুরু হলেও শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৭টি কোম্পানির ১২ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৯২৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে লেনদেন হয়েছে ৫১১ কোটি ৯০ লাখ ৪২ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫০৩ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪২৫ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট কমে ৪৫৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ মূল্য সূচক ৫.৬৯ পয়েন্ট কমে ১৭৬৫.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.০৭ পয়েন্ট কমে ১১২১.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬.০৬ পয়েন্ট কমে ৮ হাজার ৫৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৪৩ লাখ টাকার।

লেনদেন হওয়া ২৫৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।