ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বেড়েছে, কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
ডিএসইতে সূচক বেড়েছে, কমেছে লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ অক্টোবর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর আগের দিনও একই ধারায় লেনদেন হয়।

তবে তার আগের কার্যদিবস দরপতন হয়েছিলো।

সূচকের ওঠানামার মধ্য দিয়ে ডিএসইতে মঙ্গলবার লেনদেন শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সার্পোটে সূচক বাড়তে শুরু করে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।  

তবে ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির ১৮ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৮৭৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫৬২ কোটি ২৩ লাখ ২৬ হাজার ৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৯৬ কোটি ৯৭ লাখ ৭৩ টাকা।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৭.৬৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৮.৭৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৬.২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৪.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫.৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৪.৩৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮১৪.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪৮ হাজার ৪৮ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৬৪ লাখ ৮৭ লাখ ৪৩৩ টাকা।  

সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।