ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে ১৩ মাস মধ্যে সর্বোচ্চ স্থানে সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ডিএসইতে ১৩ মাস মধ্যে সর্বোচ্চ স্থানে সূচক

ডিএসইতে সাড়ে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের বুধবার(২৩ নভেম্বর) পরদিন বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান স‍ূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে।

ঢাকা: ডিএসইতে সাড়ে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের বুধবার(২৩ নভেম্বর) পরদিন বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান স‍ূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে।

যা গত সাড়ে ১৩ মাস বা ২০১৫ সালের ৮ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠে এসেছে।

ওই দিন ডিএসই সূচক ছিলো ৪ হাজার ৭৮১ পয়েন্ট।  

এদিন ডিএসইতে সূচকের সঙ্গে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। তবে কমেছে লেনেদেনের পরিমাণ।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে ৩৩পয়েন্ট। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
 
এর ফলে ডিএসইতে সূচক বাড়লো টানা তিন কার্যদিবস। আর সিএসইতে সূচক বাড়লো টানা আট কার্যদিবস।
 
বৃহস্পতিবার ডিএসইতে মোট ২৯ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৮৬৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৬৫৮ কোটি ৪২ লাখ ৫৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ ৩৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫৫ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকার।
 
এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯১.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসইএস শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫দশমিক ৪৬ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৭৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে ৪২ কোটি ৯০ কোটি ৬ হাজার ৪৯২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
 
লেনদেন হওয়া ২৫০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৮৯টির, অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমএমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।