ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামার শেষে এই দিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে, টানা দুই কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়ালো। তবে, তার আগের টানা দুই কার্যদিবস দরপতন হয়েছিলো।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) মতোই মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৯ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪৫ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রতিষ্ঠান আইসিবিসহ বড় বড় ব্রোকারেজগুলোর মার্টেক সাপোর্টের ফলে ইতিবাচক ধারায় ফিরছে বাজার।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ডিএসইতে ১৭ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ২৮১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ৬২০ কোটি ৩২ লাখ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ২২ লাখ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৭ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকা। এর আগের দিন লেননদেন হয়েছিলো ৪৬ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৮৯টির এবং২০ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমএফআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।