মঙ্গলবার (৭ মার্চ)দিনভর সূচকের ওঠানামা শেষে ডিএসইতে সূচক বাড়লো ৩৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লো ৬২ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে ৩১ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৪৭৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ কোটি ৫৬ লাখ ৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬১ কোটি ৮ লাখ ২৮ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৪ কোটি ৪৮ লাখ ১৪ হাজার টাকা।
এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসই এর আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬২২ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬২টি, কমেছে ১১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৫৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৯৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৫৪ কোটি ৭১ লাখ ৩ হাজার ৭৫৩ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার ৭৯৭ টাকা।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৩টি, কমেছে ৯৪টি এবং ৩৪ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
এমএফআই/জেডএম