ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকা: টানা দুইদিন সূচক ও লেনদেনের নিম্নমুখী প্রবণতার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার (২১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৯ দশমিক ১৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৬৫ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজার উত্থান হয়েছে। এদিন বাজারে তালিকাভুক্ত ব্যাংকের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৩টির ও অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫টি, কমেছে ৬টির ও অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই’র তথ্য মতে, এদিন ডিএসইতে ৪৩ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার ৭৬৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৬৩ কোটি ১ হাজার টাকা।

এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৯৫ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১০৩ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৪ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬১ পয়েন্টে  দাঁড়ালেও শরীয়াহ্ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৫ দশমিক ২০ পয়েন্ট কমে ১০ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৩ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ২০৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭২ কোটি ৭২ হাজার ২৫৬ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১১৭টির এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমএফআই/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।