ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

নুরানী ডায়িংয়ের আইপিওতে আবেদন ২ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
নুরানী ডায়িংয়ের আইপিওতে আবেদন ২ এপ্রিল

ঢাকা: নুরানী ডায়িং অ্যান্ড সোয়েটার কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন জমা শুরু হবে ২ এপ্রিল। শেষ হবে ১০ এপ্রিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৯ ফেব্রুয়ারি বস্ত্র খাতের এ কোম্পানটিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসইসি) আইপিও’র মাধ্যমে ৪৩ কোটি টাকার সংগ্রহের জন্য অনুমোদন দেয়। ১০ টাকা অভিহিত মূল্য ৪ কোটি ৩০ লাখ শেয়ারের বিনিময়ে পুঁজিবাজার থেকে এই টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

এ টাকায় ব্যবসা সম্প্রসারণ ও ঋণ পরিশোধের কাজে ব্যবহার করবে কোম্পানিটি। এ জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইবিএল ইনভেস্টমেন্টস, ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড।
 
গত ৫ বছরে আর্থিক প্রতিবেদন আনুসারে কোম্পানিটির গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৯ পয়সা। সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৪ টাকা ৩৭ পয়সা।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।