ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মে ৮, ২০১৭
১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভায়

ঢাকা: প্রাইম ব্যাংক লিমিটেড ২০১৬ সালের শেয়ার হোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

সোমবার (৮ মে) রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

এ সময় ব্যাংকের ভাইস চেয়ারপারসন নাসিম আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ পিএইচডি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জি এম খুরশীদ আলম, পরিচালক কাজী সিরাজুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, মেরিনা ইয়াসমিন চৌধুরী, সালমা হক, ওয়াহিদ মুরাদ জামিল, মো. মুশতাক আহমেদ তানভীর (তিতাস), এম ফরহাদ হোসেন এফসিএ, সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সচিব এবং এসইভিপি মোহাম্মদ এহসান হাবীব।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসই/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।