মঙ্গলবার (০৯ এপ্রিল) দিনভর সূচক পতন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৪৬ পয়েন্ট।
এদিন উভয় বাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। কমেছে বাজার মূলধনও। তবে বেড়েছে লেনদেনের পারিমাণ।
ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ২৩ কোটি ৯১ লাখ ৪৬ হাজার ৩২৯টি সিকিউরিটিজের হাত-বদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৭৪ কোটি ৩ লাখ ২১ হাজার টাকা।
এরআগে সোমবার (০৮ মে) লেনদেন হয়েছিলো ৬৩২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টাকার। বোরবার (০৭ মে) লেনদেন হয়েছিলো ৭৩৭ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকার এবং বৃহস্পতিবার (০৪ মে) লেনদেন হয়েছিলো ৭৫৮ কোটি ৮৩ লাখ ৪১ হাজার টাকা।
এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ২৬ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ১ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টি, কমেছে ১৭৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৬ দশমিক ৪ পয়েন্ট কমে ১০ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করেছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ১১ লাখ ১৪ হাজার ২৪২ টাকার। সোমবার লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬৮৫ টাকার। রোববার লেনদেন হয়েছিলো ৫০ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৭৫৯ টাকা।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৭টি, কমেছে ১২৩টি এবং ৩২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমএফআই/ওএইচ/জেডএস