ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এমডিসহ পাঁচ কোম্পানির পরিচালকদের লাখ টাকা করে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ৯, ২০১৭
এমডিসহ পাঁচ কোম্পানির পরিচালকদের লাখ টাকা করে জরিমানা

ঢাকা: নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ৫ কোম্পানির প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (০৯ মে) কমিশন সভায় এ জরিমানা করা হয়।

কোম্পানিগুলো হচ্ছে- মিতালেক্স করপোরেশন, রাজপিট বাংলাদেশ, খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোনস, বায়োনিক সি ফুড এক্সপোর্টস এবং মিতা টেক্সটাইল।

এর মধ্যে বায়োনিক সি ফুড এক্সপোর্টস ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছর ও অপর ৪ প্রতিষ্ঠান ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়। এতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুলস ১২ লঙ্ঘন হয়েছে।     

একইসঙ্গে কোম্পানিগুলো চলতি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিতে পারেনি। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুলস ১৩ লঙ্ঘন করেছে। উল্লেখিত আইন ভঙ্গের কারণে কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালক বাদে প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।