দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৫৪ পয়েন্ট।
এর ফলে ডিএসইতে টানা সাত কার্যদিবস সূচক পতন হলো। সিএসইতে যা টানা চার কার্যদিবস।
এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এতে কমেছে বাজার মূলধন।
ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ১৬ কোটি ৭৪ লাখ ৪৫ হাজার ৬৩৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে ৫৩৭ কোটি ৯৮ লাখ ৭১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫০ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮৭ কোটি ৫ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭৪ কোটি ৩ লাখ ২১ হাজার টাকার।
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩২ দশমিক ১ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৮ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টি, কমেছে ১৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫৪ দশমিক ১৫ পয়েন্ট কমে ১০ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৪০৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৭ লাখ ৬ হাজার ৪২০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ২৬২ টাকার।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮০টি, কমেছে ১৩৮টি এবং ২০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস