অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪ পয়েন্ট। চার কার্যদিবস পর এ বাজারে সূচক বাড়লো।
ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ১৫ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৬৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৬৩ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৭ কোটি ৯৮ লাখ ৭১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫০ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকার।
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এদিন ডিএস-৩০ মূল্যসূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ১৩৬ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছে ২৯ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৪০৩ টাকা। তারও আগের দিন লেনদেন হয়ছিলো ২৯ কোটি ৭ লাখ ৬ হাজার ৪২০ টাকার।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৮টি, কমেছে ৯২টি এবং ৪০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এমএফআই/জেডএস