ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পাঁচ কার্যদিবস পর ডিএসইতে লেনদেন বাড়ল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মে ৩১, ২০১৭
পাঁচ কার্যদিবস পর ডিএসইতে লেনদেন বাড়ল

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস লেনদেন কমার পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩১ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫০৬ কোটি ১৯ লাখ ৭৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো মাত্র ৩১৭ কোটি টাকা।

যা গত ৮ মাস ১২দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

মঙ্গলবারের মতোই বুধবার সূচকের ওঠানামার মধ্যদিয়ে দিনের লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো সকাল পৌনে ১১টা পর্যন্ত। এরপর আইসিবিসহ কয়েকটি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট। এর ফলে উভয় বাজারে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। পাশাপাশি দু’বাজারেই বাড়লো মূলধনও।  
 
ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ১৩ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৮৫১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫০৬ কোটি ১৯ লাখ ৭৯ হাজার  টাকা। তার আগের দিন (মঙ্গলবার) লেনদেন হয়েছিলো ৩১৭ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার টাকার। তার আগের দিন (সোমবার) লেনদেন হয়েছিলো ৩৪২কোটি ১লাখ টাকা। তারও আগের দিন (রোববার) লেনেদেন হয়েছিলো ৩৬৩ কোটি ৪১ লাখ টাকা।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৯দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১২৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৩০ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ২৩ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ৪৫৬ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫০ কোটি ৭৬ লাখ ৩১ হাজার টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৪টি, কমেছে ৮৮টি এবং ৩৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।