ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্য সংশোধন      

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জুন ৭, ২০১৭
পুঁজিবাজারে মূল্য সংশোধন       

ঢাকা: টানা ছয় কার্যদিবস সূচকের উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ জুন) দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। এতে উভয় বাজারে কমেছে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
 

এদিন সূচকের নিন্মমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো দিনভর।

 

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস) সূচক কমেছে ১০ পয়েন্ট।  অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২২ পয়েন্ট।  
 
ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ১৬ কোটি ১১ লাখ ৬১ হাজার ৪৬৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৬৭ কোটি ৩৪ লাখ ১১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৪৪ লাখ ৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬৬ কোটি ১ লাখ ৭১ হাজার টাকার।  

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩ দশমিক ৩৫ পয়েন্ট কমে ২ হাজার ৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২২ দশমিক ০২ পয়েন্ট কমে ১০ হাজার ৩০৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ২৫ লাখ ১৫ হাজার ১৮৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১১২ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৬১ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ১৫২ টাকার।  
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯০টি, কমেছে ১১১টি এবং ৩৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।