দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থ বছরের বিডি থাই অ্যালুমিনিয়াম ১০ টাকা অভিহিত মূল্যের ১:১ অনুপাতে ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ারে মাধ্যম উত্তোলন করেছে ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা। আইডিএলসি লিমিটেড ১:২ অনুপাতে ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি শেয়ার ছেড়ে ১২৫ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৯৩০ টাকা, সাইফ পাওয়ারটেক লিমিটে ১:১ অনুপাতে ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮ শেয়ার ছেড়ে ১১৬ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৪৮০ টাকা এবং আইএফআইসি ব্যাংক ১:১ অনুপাতে ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি শেয়ার ছেড়ে ৫৬৩ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৭৬০ টাকা উত্তোলন করেছে।
সব মিলে ৮৫ কোটি ৮১ লাখ ৩৫ হাজার ৮৭৬টি শেয়ার ছেড়ে ৮৫৮ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৭৬০ টাকা উত্তোলন করেছ। এর ফলে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ১ হাজার ৪১কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৪৩০ টাকায়।
এর আগের অর্থ বছর (২০১৫-১৬) দু’টি কোম্পানি ২২ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৪৬৬ টাকা উত্তোলন করেছে। এর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট ১:৫ অনুপাতে ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৪৬৬টি শেয়ার ছেড়ে ৩৪ কোটি ৩৫ লাখ ২৪ হাজার ৬৬০ টাকা এবং জিপিএস ইস্পাত ৩:২ অনুপাতে ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার শেয়ার ছেড়ে ১৮৭ কোটি ১১ লাখ টাকা উত্তোলন করেছে। এতে কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৩১৩ কোটি ৪৮ লাখ ২৬ হাজার ৯৯০ টাকা।
কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণ এবং ঋণ পরিশোধের জন্য বাজার থেকে এ টাকা উত্তোলন করেছে। এ জন্য প্রথমে কোম্পানির পরিচালনা পরিষদে সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এ প্রস্তাব পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পাঠানো হয়। এরপর কমিশন রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে এ টাকা উত্তোলনের অনুমোদন দেয়।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এমএফআই/এসএইচ