পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১০ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। একই সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে হারুন সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৪৫০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। যার মেয়াদ হবে ৭ বছর। বন্ডটির বৈশিষ্ট্য হবে সম্পূর্ণ অবসায়নযোগ্য। এটি শেয়ারে রূপান্তরযোগ্য হবে না।
বন্ডটি ৭ বছরে পুরোপুরি বিলুপ্তি হবে। যা শুধু প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার-টু এর মূলধন ভিত্তি শক্তিশালীকরণের শর্ত পূরণ এবং ব্যবসা সম্প্রসারণ করবে কোম্পানি।
এদিকে হারুন সিকিউরটিজ কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টে ঘাটতি হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এমএফআই/এমএ