ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৩৫ লাখ শেয়‍ার কিনলেন চার পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
৩৫ লাখ শেয়‍ার কিনলেন চার পরিচালক

ঢাকা: ব্যাংক ও বিমা খাতের তিন কোম্পানির চার পরিচালক ৩৫ লাখ ৫০ হাজার শেয়ার কিনেছেন। এর মধ্যে তিনজন ব্যক্তি পরিচালক ও একজন কর্পোরেট পরিচালক।

মঙ্গলব‍ার (১৯ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
 
ডিএসইর তথ্য মতে, ব্যাংক খাতের রূপালী ব্যাংকের কর্পোরেট পরিচালক কোম্পানির ৩০ লাখ শেয়ার এবং কোম্পানির পরিচালক আব্দুর রাজ্জাক মন্ডল ৩ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন।


 
একইদিন ব্যাংক খাতের আরেক কোম্পানি সিটি ব্যাংকের পরিচালক মো. হোসাইন খালেদ ৫০ হাজার শেয়ার ও বিমা খাতের পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক ফাহিমা খান কোম্পানির ২ লাখ শেয়ার বর্তমান বাজার মূল্যে কেনা সম্পন্ন করেছেন।
 
পূর্ব ঘোষণা অনুসারে পরিচালকরা বর্তমান বাজার মূল্যেই শেয়ারগুলো কেনা সম্পন্ন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
 এমএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।