এতে বলা হয়, ১০০ কোটি টাকার মূলধনী কোম্পানি ৪০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বৃদ্ধি করবে। কোম্পানিটি ৩০ কোটি সাধারণ শেয়ার ও ১০ কোটি প্রিফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধ করবে।
এর আগে গত ১৫ জুন কোম্পানির বিশেষ সাধারণ সভায় অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়েছে। এরপর বিষয়টি রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানি (আরজেসি) অনুমোদন দিয়েছে।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ১০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদে হাতে রয়েছে ২৭ দশমিক১৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪১ দশমিক ৭২ শতাংশ শেয়ারের দাম।
রোববার শেয়ারটির লেনদেন শুরু হয় ২২ দশমিক ৩০ টাকায়। বাজারে সর্বশেষ (বেলা সোয়া ১টায়) লেনদেন হয়েছে ২১ দশমিক ৬০ টাকায়।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টম্বর ২৪, ২০১৭
এমএফআই/বিএস