সম্প্রতি ডিএসইকে চিঠি দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি জানিয়েছে। ডিএসই ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) ১৯৯৯ অনুযায়ী ট্রাস্টির সদস্য হবে ৫ জন।
ট্রাস্টির অন্য সদস্যদের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে রয়েছেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা সৈয়দ আবুল হাসেম, ডিএসইর সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, পরিচালক শরিফ আতাউর রহমান। ডিএসইর এমডি পদাধিকারবলে এ বোর্ডের সদস্য হবেন।
জানা গেছে, কোনো ব্রোকারেজ হাউস দেউলিয়া হয়ে গেলে বা বিনিয়োগকারীদের শেয়ার কিংবা তাদের জমা রাখা অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে এ তহবিল থেকে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর,২০১৭
এমএফআই/আরআই