মঙ্গলবার (৩ অক্টোবর) আইপিও’র আবেদন শেষ হওয়ায় লটারির ড্র ২৩ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হয় গত ২৪ সেপ্টেম্বর।
এতে বলা হয়, নাহি অ্যালুমিনিয়াম কোম্পানিটি ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত টাকা কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিওতে ব্যবহার করবে।
২০১৪ সালে ব্যবসা শুরু করা কোম্পনিটি উত্তোলিত টাকার মধ্যে ৪ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ, ৮ কোটি ৭৮ লাখ টাকা দিয়ে প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয়, ১ কোটি টাকা দিয়ে ভবন নির্মাণ ও বাকি টাকা আইপিওতে ব্যবহার করবে।
২০১৫-১৬ অর্থবছরে ৪০ কোটি ৮ লাখ টাকার পণ্য বিক্রয় করে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যয় শেষে ৫ কোটি ১৫ লাখ টাকা মুনাফা হয়েছে। যা শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হিসাবে ২ দশমিক ৩৩ টাকা। এর আগে ২০১৩-১৪ অর্থবছরের ৪ মাসে ২৭ লাখ বা শেয়ারপ্রতি ০ দশমিক ৫৪ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে ৩ কোটি ৭৭ লাখ বা শেয়ারপ্রতি ৩ দশমিক ৭৭ টাকা মুনাফা হয়।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এমএফআই/এমজেএফ