পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার (১১ অক্টোবর) ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার এই সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৫ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৫১ টাকা।
‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৫ দশমিক ৫৯ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৬ দশমিক ৭৭ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪ দশমিক ২৪ শতাংশ শেয়ার। এছাড়াও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৩ দশমিক ৪০ শতাংশ শেয়ার।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএফআই/আরআই