বুধবার (১১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। অন্যান্য দায়িত্ব ত্যাগ করার শর্তে তাকে বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সার্কুলারে বলা হয়, খোন্দকার কামালুজ্জামান বিএসইসির সাবেক কমিশনার মো. আব্দুস সালাম শিকদারের স্থলাভিষিক্ত হবেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মো. আব্দুস সালাম শিকদারের মেয়াদ শেষ হওয়ার সাত মাস পর নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) কমিশনে যোগ দেওয়ার কথা রয়েছে কামালুজ্জামানের।
নড়াইলে জন্ম নেওয়া খোন্দকার কামালুজ্জামান ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে যোগ দেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে।
সর্বশেষ সিলেটের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন খোন্দকার কামালুজ্জামান।
২০১৫ সালের ৩১ মার্চ অবসরে যাওয়া এই কর্মকর্তা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমএফআই/এমএ