ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

অ্যাপেক্স স্পিনিংয়ের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
অ্যাপেক্স স্পিনিংয়ের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে অ্যাপেক্স স্পিনিং লিমিটেড। চলতি বছরের ৩০ জুন অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কোম্পানির পর্ষদ এই ঘোষণা দেয়।

এর আগের বছর কোম্পানিটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৩ পয়সা।

আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ৭৭ পয়সা।
 
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
 
এদিন ডিএসইতে ১৪০ টাকা দামে শেয়ার লেনদেন হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে  থাকা কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫১ দশমিক ২৯ শতাংশ শেয়ার।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২১ দশমিক ৯৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪ দশমিক ২৫ শতাংশ শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।