ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে বাজার মূলধনের নতুন রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ডিএসইতে বাজার মূলধনের নতুন রেকর্ড

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২০ নভেম্বর) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন, সূচক এবং বাজার মূলধন বেড়েছে।

এর মধ্যে সূচক ও বাজার মূলধনের নতুন মাইলফলক স্পর্শ করেছে ডিএসই। এদিন ২০১৩ সালে চালু হওয়া ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে সর্বোচ্চ স্থানে উঠে এসেছে।

 

ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইর বাজার মূলধন এদিন ৫৯১ কোটি ৮০ লাখ ২৭ টাকা বেড়ে ৪ লাখ ২৬ হাজার ১০৭ কোটি ৪৮ লাখ ৯২ টাকায় উঠে এসেছে। যা বাজার মূলধনের দিক থেকে ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ।

একইদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪ পয়েন্ট। এর ফলে উভয় বাজারে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো।  

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ৩৩ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ৪৯২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৭০ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৭৩৭ কোটি ৯৮ লাখ ৩২ হাজার টাকা।  

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক বাড়লেও এদিন ডিএস-৩০ মূল্যসূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে ২ হাজার ২৮৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৯ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৩৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৮ লাখ ২১ হাজার ৫৭৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৪৯ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।