ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বেড়েছে সূচক কমেছে লেনদেন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৭ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। এর ফলে মঙ্গলবার সূচকের পতনের পর বুধবার সূচক বৃদ্ধি পেলো।

 তার আগেও টানা তিন কার্যদিবস সূচক বেড়েছে।

বুধবার প্রকৌশল, বিমা এবং বিদুৎ ও জ্বালানি খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। তবে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম কমায় কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারে ২৫ কোটি ১৭ লাখ ৮৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮৯৮ কোটি ৫২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৯১ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯৭০ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৫৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৮৫১ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৩৮ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৮ লাখ ২১ হাজার ৫৭৩ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।