ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ইউনাইটেড এয়ারসহ ৩ প্রতিষ্ঠানকে সতর্ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ইউনাইটেড এয়ারসহ ৩ প্রতিষ্ঠানকে সতর্ক

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডসহ তিন প্রতিষ্ঠানকে নিয়মভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে।  

কমিশনের ৬১৯ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাকি দুই প্রতিষ্ঠান হলো- এনডিবি ক্যাপিটাল লিমিটেড ও কসমোপলিটন ফিন্যান্স মার্চেন্ট ব্যাংক লিমিটেড।  

বিএসইসি-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড এয়ারওয়েজের ২০১৫ সালের ২৩ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির আর্থিক সংকট উত্তরণে কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বিদেশি ঋণের মাধ্যমে মূলধন বাড়ানোর ক্ষমতা অর্পণ করা হয়।  

কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এই তথ্য মূল্য সংবেদনশীল হিসেবে প্রকাশ না করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন ও  (এসইসি/এসআরএমআইসি/২০০-৯৮৫/প্র-০২/১) লঙ্ঘন করেছে।

এছাড়া পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকায় উন্নীত করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে কমিশনের নোটিফিকেশন (নম্বর এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৫০/১২৭/এডমিন/৪২, তারিখ এপ্রিল ১৬, ২০১২) ভঙ্গ করেছে এনডিবি ক্যাপিটাল এবং কসমোপলিটন ফিন্যান্স।  

এ জন্য প্রতিষ্ঠান দুইটিকে কমিশন সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।