ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
দরপতনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

ঢাকা: দরপতনের মধ্য দিয়ে দেশের শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

দিনভর সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্য দিয়ে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ জানুয়ারি) উভয় বাজারে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৪ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬১ পয়েন্ট।

এর ফলে টানা দুই কার্যদিবস সূচক পতন হলো। এর আগে গত বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সূচক পতন হয়েছিলো। তবে তার আগের টানা ছয় কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী ছিলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে বেড়েছে গ্রামীণফোনসহ বড় কয়েকটি কোম্পানির শেয়ারের দাম। এর ফলে বড় ধরনের দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

ডিএসই’র তথ্য মতে, রোববার বাজারে ১২ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৫৫৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৮৫ কোটি ৩৭ হাজার টাকা। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৫১৮ কোটি ৭৬ লাখ ৪১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ৫৭ লাখ ২৫ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ২৮৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬১ দশমিক ০৩ পয়েন্ট কমে ১১ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে লেনদেন হয়েছে ২৪ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৪৪৩ টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ২১ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৫৪৩ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।