ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
পুঁজিবাজারে দরপতন অব্যাহত

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (০৯ জানুয়ারি) সূচকের নিন্মমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
 

এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা চার কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচক পতন হলো।

 

মঙ্গলবার সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয় সকাল সাড়ে ১০টায়। এ ধারায় লেনদেন চলে পৌনে ১১টা পর্যন্ত। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনায় সূচক বাড়তে শুরু করে। যা অব্যাহত ছিলো বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এ সময় মুনাফা দেখে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে শুরু হয় ফের সূচক পতন। যা দিনের লেনদেনের বাকি সময় পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। এদিন প্রায় সবখাতে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে।

ডিএসই’র তথ্য মতে, বাজারে ১২ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৩৪৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৪৮ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭৭ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮৫ কোটি ৩৭ হাজার টাকার।  
 
তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক কমলেও ডিএস-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬২ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩০ দশমিক ৩০ পয়েন্ট কমে ১১ হাজার ৫৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে লেনদেন হয়েছে ২০ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৮৮০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৬৯৭ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৪৪৩ টাকার।  
 
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।