গত বৃহস্পতিবার অর্থমন্ত্রীর কাছে এই চার প্রস্তাব দিয়েছে সিএসই’র চেয়ারম্যান।
মঙ্গলবার(০৬ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে।
এ ছাড়াও বাজার উন্নয়নের বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ দেশের সবগুলো রেগুলেটরি অথরিটিকে সমন্বয়ের মাধ্যমে যে কোনো পলিসি সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রস্তাব করা।
গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণার পর থেকে সোমবার পর্যন্ত মোট পাঁচ কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হয়। এর মধ্যে গত রোববার বড় ধরনের ধস হয়। সবমিলে টানা পাঁচ কার্যদিবসে দুই পুঁজিবাজারের বিনিয়োগকারীর অন্তত ২৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমএফআই/এসএইচ