ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর পুঁজিবাজারে ফের দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
একদিন পর পুঁজিবাজারে ফের দরপতন

ঢাকা: একদিন উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট।

 

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে তার আগের দিন মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) টানা পাঁচ কার্যদিবস পর পুঁজিবাজারে উত্থান হয়েছিলো। ওইদিন সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছিলো।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারে ৯ কোটি ৭ লাখ ৭ হাজার ৬২৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ১২ লাখ ৩৩ হাজার টাকা।

এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩২২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪০ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা।  
 
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ৯০ পয়েন্ট কমে ৫ হাজার ৯৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক দশমিক ০৩ পয়েন্ট কমে ২ হাজার ২১৬ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১১ হাজার ৮৬ পয়েন্টে অবস্থান করছে।  

সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৮৬ লাখ ৯২ হাজার টাকা।  

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।