বৃহস্পতিবার (০৮ ফেব্রয়ারি) সকালে মতিঝিলের ডিএসই ভবন, এনেক্স ভবন, মধুমিতা ভবন এবং বাংলাদেশ ব্যাংক, সোনালী, জনতা ব্যাংকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকে এ দৃশ্য দেখা গেছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃর্পক্ষ আইডিআরএ’সহ বিমা কোম্পানিগুলোতও লোকজনের উপস্থিত কম।
দেশের অন্যতম বাণিজ্যিক এ এলাকা কর্মদিবসে লোকজনে ঠাসা থাকলেও বৃহস্পতিবার পুরো উল্টো চিত্র। ব্রোকারেজ হাউজ লংকা বাংলা, শাকিল রিজভী এবং আনোয়ার সিকিউরিটিজের বেশির ভাগ চেয়ার ফাঁকা দেখা যায়। যে দু’একজন ব্রোকারেজ হাউজে আসছেন তারা শেয়ার কেনা-বেচার চেয়ে খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে আতংকে রয়েছেন।
লংকা বাংলা সিকিউরিটিজের ট্রেডার আশরাফ উদ্দিন বিপু বাংলানিউজকে বলেন, দেশের রাজনৈতিক অবস্থা ভালো হলে শেয়ার বাজার ভালো হবে।
নাম না প্রকাশ শর্তে ডিএসইর এক সদস্য বাংলানিউজকে বলেন, ডিএসই’র স্ট্রাটেজিক পার্টনার হিসেবে চীনের কোম্পানিকে মনোনীত করা হয়েছে। দেশটির দু’টি স্টক এক্সচেঞ্জ ডিএসইর ২৫ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারে বিনিয়োগে আকৃষ্ট হবেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০১৮
এমএফআই/জেডএস