ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ারটি লেনদেন হয়েছে ১৫৮ টাকা ১০ পয়সায়।
হঠাৎ করে শেয়ারটির দাম বৃদ্ধির পেছনে কোনো কারসাজি কিংবা মূল্য সংবেদনশীল তথ্য আছে কি-না জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষকে চিঠি দেয় ডিএসই কর্তৃপক্ষ। উত্তরে কোনো কারণ নেই বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানিটির দুই প্রান্তিকে ব্যবসা হয়েছে ২ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। তবে সব খরচ দিয়ে লোকসান হয়েছে ৭ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে সর্বশেষ অক্টোবর-ডিসেম্বর ২০১৭ প্রান্তিকে লোকসান হয়েছে ৪ লাখ টাকা। এর আগের প্রান্তিকে লোকসান হয়েছে ৩ লাখ টাকা।
১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫০ দশমিক ৬৮ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৭ দশমিক ১১৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪২ দশমিক ১৪ শতাংশ শেয়ার।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমএফআই/জেডএস