ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
একদিন পর পুঁজিবাজারে উত্থান

ঢাকা: একদিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে পয়েন্ট।

সূচকের পাশাপাশি উভয় বাজারে মঙ্গলবার (০৬ মার্চ) লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে বেড়েছে বাজার মূলধনও।

তবে তার আগের দিন সোমবার (০৫ মার্চ) ডিএসইতে টানা চার কার্যদিবস পর দরপতন হয়েছিলো। ডিএসইর পাশাপাশি সিএসইতেও দরপতন হয়।

ডিএসইর তথ্যমতে, মঙ্গলবার বাজারে ৯ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ১০৬ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪২৬ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬৩ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৬ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯০৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৩০ লাখ ৯৮ হাজার টাকার। তা আগের দিন লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৬৯৬ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৭২টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।