৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থ বছরের ব্যবসায় পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে র্বোড।
বৃহস্পতিবার (৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, কোম্পানির ঘোষিত লভ্যাংশসহ সব বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ধার্য করা হয়েছে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ২৯ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বিদায়ী বছরের ডেল্টা ব্র্যাক হাউজিং কোম্পানি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ দশমিক ৭৯ টাকা। আর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৩৫ দশমিক ৭৬ টাকায়।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমএফআই/জিপি