আগের সপ্তাহের মতোই গেলো সপ্তাহে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছেন ১১ হাজার ৩৪৩ কোটি টাকা। এতে কেবল মার্চ মাসের মাঝামাঝিতেই বিনিয়োগকারীদের পুঁজি নেই ১৩ হাজার ৬৮৯ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকার ও পুঁজিবাজার সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের ‘সাপোর্টে’র ফলে পুঁজিবাজারে দরপতন কিছুটা থেমেছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে। তারা শেয়ার কেনার চেয়ে বিক্রি করছেন বেশি। ফলে বিক্রির চাপে লেনদেন কমছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে ৩৪১টি সিকিউরিটিজের ১ হাজার ৩৭৯ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ২৯ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ১ হাজার ৮৫৯ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৮৫২ টাকার।
সব মিলে বিদায়ী সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে ২৫ দশমিক ৭৯ শতাংশ লেনদেন কম হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ২৭০টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছিলো ১৫৪টির, কমেছিলো ১৪৯টির, অপরিবর্তিত ছিলো ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।
ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম কমায় তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১০৭ দশমিক ৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭২০ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ২৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২৪ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এসবের ফলে ডিএসইতে বাজার মূলধন ৫ হাজার ৫৫১ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৮৪০ টাকা কমে ৪ লাখ ৭৯৩ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৫৫৭ টাকায় দাঁড়িয়েছে।
একই সময়ে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ২০৬ পয়েন্ট কমে ১০ হাজার ৬৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২২৬টির আর অপরিবর্তত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে দাম বেড়েছিলো ১৫১টির, কমেছিলো ১০৭টির আর অপরিবর্তিত ছিলো ২৪ কোম্পানির শেয়ারের দাম।
এতে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫৪৩ টাকা। তার আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিলো ১৩২ কোটি ২৬ লাখ ২৩ হাজার টাকার।
এর ফলে সিএসই’র বিনিয়োগকারীদের পুঁজি ৫ হাজার ৭৯২ কোটি ৫০ লাখ টাকা হারিয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৯৭ কোটি ৮০ লাখ টাকায়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এমএফআই/জেডএস