তারা হলেন- বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন এবং আহমেদ ইকবাল হাসান সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ ইকবাল হাসান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ডিএসইর র্বোড রুমে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৫৬ জন। যা ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ডিএসইর শেয়ারহোল্ডারদের তৃতীয় নির্বাচন।
সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদের নেতৃত্বে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের এমডি এম মনজুর উদ্দিন আহমেদ।
নির্বাচন মঙ্গলবার হলেও ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ডিএসইর ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএফআই/জেডএস