ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা: দিনভর সূচকের ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৪ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট। 

ডিএসইতে সূচক সামান্য বাড়লেও মঙ্গলবারের মতই বুধবারও উভয় বাজারে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর আগের দিন মঙ্গলবার(০৩ এপ্রিল) টানা তিন কার্যদিবস সূচকের উত্থানের পর পুঁজিবাজারে দরপতন হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, বুধবার দিন ডিএসইতে ১৫ কোটি ৯০ হাজার ৩৮৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫৫ কোটি ২২ লাখ ১১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৯৯ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪১ কোটি ৮৫ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৭ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

পর বাজার সিএসই’র সার্বিক সূচক ৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১০ হাজার ৭৮৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৫ লাখ ৪৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৮৫ লাখ ৯১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৬ কোটি ১৬ লাখ টাকার। তারও আগের দিনে লেনদেন হয়েছিলো ৩০ কোটি ২১ লাখ ৯৪ হাজার টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।