সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এর আগের কার্যদিবস বুধবার (০৪ এপ্রিল) ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছিলো।
বৃহস্পতিবার ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে মঙ্গল ও বুধবারের পর পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে।
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ১৪ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার ৯৬৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৭২ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪৬ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫৫ কোটি ২২ লাখ ১১ হাজার টাকার।
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৮ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টির।
অপর বাজার সিএসই’র সার্বিক সূচক ১০৭ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৯১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ১১ লাখ ৮৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৮ কোটি ১৫ লাখ ৪৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৮৫ লাখ ৯১ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৮৬ কোটি ১৬ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমএফআই/এমজেএফ