ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মে ৬, ২০১৮
লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা তিন কার্যদিবস সূচক পতন হলো।

রোববার (০৬ মে) দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৫ পয়েন্ট।

এদিন বস্ত্র, ওষুধ ও রসায়ন খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বড় ধরনের দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

ডিএসইর তথ্য মতে, রোববার ১৫ কোটি ৫৫ লাখ ৯২ হাজার ৮৩৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৪৭৪ কোটি ১৭ লাখ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৯২ কোটি ৭৬ লাখ ২১ হাজার টাকা।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪ দশমিক ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৮ দশমিক ৪৫ পয়েন্ট কমে ২ হাজার ১১৯ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৫ দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬২৪ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ২২ কোটি ৫৫ লাখ টাকার।  

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।