দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান।
তিনি বাংলানিউজকে বলেন,আসন্ন রমজানে ডিএসইর লেনদেন ও অফিসিয়াল কার্যক্রমের সময় পরিবর্তন করা হয়েছে। রমজান মাসে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে দুপুর ২টায়। একই সঙ্গে ডিএসইর কর্মকর্তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়। আর শেষ হবে বেলা সাড়ে ৩টায়।
তবে রমজানের পরে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম পূর্বের নির্ধারিত সময়ে হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এমএফআই/এসএইচ